ভয় পেয়ো না বন্ধু
চারিদিকে নিকশ কালো
ঘুটঘুটে আঁধার দেখে
ভয় পেয়ো না ওগো বন্ধু!
শুধু জেনে রাখ এই সত্যিটি
ওগো প্রিয় বন্ধু,
সত্যের ফুল আজও নিত্য ফোটে!
সত্য সত্যই, মিথ্যা মিথ্যাই,
মিথ্যাকে সত্য বলে
হেঁকে ডেকে প্রচার করতে হয়।
কিন্তু সত্য?
নির্বিকার শান্ত ধ্যানমগ্ন,
কোন বাসনা নেই তার।
সহকারী অধ্যাপক,সংস্কৃত বিভাগ,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
সভাপতি, সনাতন বিদ্যার্থী সংসদ।