আমি কিছুই হতে চাই না
আমি কারো পায়ে পড়ে থাকা
আদরের গুলুগুলু চেহারার,
প্রভুর কণ্ঠে সুর মিলিয়ে মৃদুকণ্ঠে
মিউমিউ করা বিড়াল হতে চাই না।
তা সে যতই আদরের হোক না কেন।
আমি কারো পদলেহনকারী
প্রভুভক্ত কুকুর হতে চাই না।
মণিব তাকে যতই আদরে রাখুক,
গলায় বেল্ট বেঁধে প্রভু যখন
কুকুরটি নিয়ে সগর্বে হেটে বেড়ায়;
সেসময় তার পরিচয় শুধুই
প্রভুভক্ত পা চাটা কুকুর।
আমি কারো বিশ্বস্ত গাধা হয়ে
অন্যের ভার বহন করতে চাই না,
যার জীবন-যৌবন শুধুই মণিবের
ভার বহন করে নিঃশেষ হয়।
নিজের দিকে তাকাতে
যার একদণ্ডও সময় হয় না;
বিনিময়ে মেলে প্রভুর পক্ষে
ভারবাহী বিশ্বস্ত ভৃত্যের সম্মান।
আমি আদরের বিড়াল হতে চাই না!
আমি প্রভুভক্ত কুকুর হতে চাই না!
আমি ভারবাহী বিশ্বস্ত গাধা হতে চাই না!
আমি কিছুই হতে চাই না,
আমি সকল বন্ধন ছিন্ন করে
শুধু আমাকেই দেখতে চাই;
অন্তরের সিংহশক্তিকে জাগাতে চাই।
আমি এ মাটির ভূমিপুত্র,
মাটির সাথে আমার সহজাত সম্পর্ক;
আমার শরীরের খাঁজে খাঁজে
লেগে আছে এ মাটির সেঁধো গন্ধ।
আমি এ মাটির সুরক্ষা চাই,
পিতৃপুরুষের প্রদত্ত দায়কে
বংশধারায় সুরক্ষিত করে,
তাঁদের তৃপ্ত করতে চাই।
আমি আমার মা-বোনের
সম্ভ্রম রক্ষা করতে চাই,
তাদের সিঁথির সিঁদুরকে
সুরক্ষিত করতে চাই।
বর্বর মৌলবাদীদের
নৃশংসতা থেকে-
আমি আমার দেবালয়,
আমি আমার সংস্কৃতি
রক্ষা করতে চাই।
আমি অধিকার চাই,
শিরদাঁড়া খাড়া করে, বাঁচতে চাই,
আমি ভিক্ষা চাইনা, অধিকার চাই;
শুধুই ন্যায্য অধিকার চাই।
সহকারী অধ্যাপক,সংস্কৃত বিভাগ,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
সভাপতি, সনাতন বিদ্যার্থী সংসদ।