মানুষ বুঝি এমনই হয়!
মানুষ বুঝি এমনই হয়!
ছেলের বিয়ে দেয়ার জন্য
কালো কালী ঠাকুরণের কাছে
দুর্গা ঠাকুর লক্ষ্মী ঠাকুর চায়।
মানুষ বুঝি এমনই হয়!
আর চাইনা আর চাইনা,
আর দিও না আর দিও না বলে
পুরো গামলা ফুরৎ করে দেয়।
মানুষ বুঝি এমনই হয়!
বসতে দিলে খেতে চায়
খেতে দিলে শুতে চায়,
শুতে দিলে বাস করতে চায়।
মানুষ বুঝি এমনই হয়!
অন্যের ধন দেখলে পরে,
অন্যের সুখ দেখলে পরে
চোখের মাঝে জ্বালা ধরে যায়।
মানুষ বুঝি এমনই হয়!
অন্যকে জ্ঞান দেয়ার সময়ে,
অন্যকে উপদেশ দেয়ার সময়ে
শূন্য মস্তিষ্কে নিজের কথা ভুলে যায়।
মানুষ বুঝি এমনই হয়!
উপকারী কাছের বন্ধুকে
উপকারের প্রতিদানে,
বাঘের মুখে ঠেলে দেয়।
মানুষ বুঝি এমনই হয়!
যে যাকে বড্ড ভালোবাসে,
ভালোবাসার সুযোগ নিয়ে
সেই তার হৃদয়ে ব্যাথা দেয়।
মানুষ বুঝি এমনই হয়!
জানেনা সে জীবন নামক
দুরন্ত ঘোড়াকে কেমন করে,
লাগাম টেনে শান্ত করতে হয়?
মানুষ বুঝি এমনই হয়!
হাসি-কান্নায় জীবন সাজিয়ে
অন্যের কাঁধে পালকিতে চড়ে,
একদিন শূণ্য হাতে বিদায় নিতে হয়।
সহকারী অধ্যাপক,সংস্কৃত বিভাগ,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
সভাপতি, সনাতন বিদ্যার্থী সংসদ।
ফেসবুক পোস্ট লিঙ্ক : কবিতা : মানুষ বুঝি এমনই হয়!
ফেসবুক পেজ লিঙ্ক : Shri Kushal Baran Chakraborty | Facebook