একটি দেশে প্রতিদিন ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে প্রায় প্রতিদিন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের গ্রেফতার করা হচ্ছে। কেউ শুধু অভিযোগ করলেই হয়। অভিযোগ আর প্রমাণিত হওয়ার প্রয়োজন নেই তার আগেই তার বাড়িঘরে হামলা হচ্ছে। পুলিশ নিজে বাদি হয়ে মামলা করে গ্রেফতার করছে। বিষয়টি সংখ্যালঘুদের এখন শ্বাসরুদ্ধকর অবস্থায় চলে যাচ্ছে। এর আসু সমাধান প্রয়োজন। গত ২১.৫.২০২১ শুক্রবার, দুপুরে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ভৈরব মহাসড়কের কিশোরগঞ্জ সদর উপজেলার বড়পুল এলাকায় অভিযান চালিয়ে সৌরভ দত্ত (২৪) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ। কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ এর নির্দেশনায় পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান এই অভিযানে নেতৃত্ব দেন।
সৌরভ দত্ত পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী পূর্বপাড়ার সুখরঞ্জন দত্তের ছেলে। সে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া শাখার নিউট্রিশন এন্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।পুলিশ জানায়, বুধবার ১৯.০৫.২০২১ রাতে সৌরভ দত্ত নিজের ফেসবুক আইডি থেকে তার এক বন্ধুর সাথে মেসেঞ্জারে আলোচনার ইসলামের নবী প্রসঙ্গে মন্তব্য করেন বলে কি অভিযোগ করে তার বন্ধু। সৌরভ দত্ত কি মন্তব্য করেছে এবং যদি নেতিবাচক মন্তব্য করে থাকে তার বন্ধুর সাথে কথোপকথনকালে- এ বিষয়টি সুস্পষ্ট হওয়া প্রয়োজন। তার বন্ধুর আলোচনা খতিয়ে দেখা প্রয়োজন। কারণ ধর্মীয় অনুভূতিতে আঘাতের নামে দেশে প্রতিনিয়ত যেভাবে সংখ্যালঘু ছাত্রছাত্রীদের গ্রেফতার করা হচ্ছে, তাতে একজন সংখ্যালঘু ছাত্র অহেতুক কখনই ইসলামের নবী প্রসঙ্গে নেতিবাচক মন্তব্য করবে না। এ বিষয়টি সবাই বোঝে। দিনেদিনে এই ধর্মীয় অনুভূতির নামে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের গ্রেফতার বিষয়টি অসহনীয় হয়ে যাচ্ছে বলে, আমরাও বিষয়টি আজ কথা বলতে বাধ্য হচ্ছি। একটি বিষয় অবাক হলাম যে, ধর্মীয় অনুভূতিতে আঘাতের ইস্যুটি ব্যক্তিগত ম্যসেঞ্জার পর্যন্ত পৌঁছে গেছে।
এই ঘটনায় শুক্রবার ২১.৫.২০২১ স্থানীয় আওয়ামী লীগ নেতা নাজমুল কবির আলমগীর বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে সৌরভ দত্তকে আসামি করে মামলা (নং-২২) দায়ের করেন। তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সৌরভ দত্তের অবস্থান নিশ্চিত হওয়ার পর শুক্রবার দুপুরে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ভৈরব মহাসড়কের কিশোরগঞ্জ সদর উপজেলার বড়পুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।ওসি মো. সারোয়ার জাহান জানান, আসামি সৌরভ দত্ত পালিয়ে টাঙ্গাইল চলে গিয়েছিল। পরে ময়মনসিংহ হয়ে সে চট্টগ্রামে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী ময়মনসিংহ থেকে ভৈরব যাওয়ার পথে কিশোরগঞ্জ সদর উপজেলার বড়পুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও ওসি মো. সারোয়ার জাহান জানিয়েছেন।
সহকারী অধ্যাপক,সংস্কৃত বিভাগ,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
সভাপতি, সনাতন বিদ্যার্থী সংসদ।