-->

ধর্ম নির্ণয়ে বেদই একমাত্র প্রমাণ; পুরাণ এবং স্মৃতি সহায়ক মাত্র

বর্তমানে সনাতন ধর্মাবলম্বী কিছু ব্যক্তি প্রধান ধর্মগ্রন্থ বেদকে পাশ কাটিয়ে শুধু পৌরাণিক গ্রন্থ অথবা বিভিন্ন বাবাগুরুদের লেখা ছড়ার বই, গ...

অগ্নিযুগের সর্বশ্রেষ্ঠ অগ্নিপুরুষ, মাস্টারদা সূর্যসেন।

মাস্টারদা সূর্যসেন
মাস্টারদা সূর্যসেন

অগ্নিযুগের সর্বশ্রেষ্ঠ অগ্নিপুরুষ মাস্টারদা সূর্যসেন ১৮৯৪ সালের ২২ মার্চ চট্টগ্রামের রাউজান থানার নোয়াপাড়ায় অর্থনৈতিক ভাবে অস্বচ্ছল এক নিম্নবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম রাজমনি সেন এবং মাতার নাম শশী বালা সেন। রাজমনি সেনের দুই ছেলে আর চার মেয়ে। সূর্য সেন তাঁদের পরিবারের চতুর্থ সন্তান। শৈশবে পিতা মাতাকে হারানো সূর্য সেন কাকা গৌরমনি সেনের কাছেই মানুষ হয়েছেন। সূর্য সেন ছেলেবেলা থেকেই ভাল ছাত্র, ধার্মিক এবং স্থির প্রকৃতির ছিলেন।

২০১৬ সালে চট্টগ্রামের রাউজানের সূর্যসেন পল্লীতে মাস্টারদার পবিত্র জন্মভিটায় আমার মা-বাবাকে নিয়ে যাই। যেয়ে প্রচণ্ড হতাশ হয়ে যাই,যে তাঁর জন্ম ভিটার একটি স্মৃতিফলক ছাড়া আর কিছুই নেই!
অবশ্য '#মাস্টারদা_সূর্যসেন মা ও শিশুকল্যাণ কেন্দ্র ' নামে একটি জরুরী প্রসূতি সেবাকেন্দ্র আছে তাঁর জন্মভিটায়।এ প্রসূতি সেবাকেন্দ্রটি তাঁর নামে অন্য কোন স্থানেও হতে পারতো। তাঁর জন্মভিটায় উচিৎ ছিলো তাঁর স্মৃতিবহ সংগ্রহশালা জাতীয় কিছু একটা করা।
সূর্য সেনের জন্মভিটায় তাঁর নামে সকল বিপ্লবী স্বদেশীদের স্মরণে একটি যাদুঘর হওয়া অত্যন্ত প্রয়োজন ;নতুন প্রজন্মদের তাঁদের পূত আত্মাহুতি সম্পর্কে জানানোর জন্যে। নচেৎ নতুন প্রজন্মরা তেঁতুলতলার খপ্পরে পরতেই থাকবে, পরিণামে যা হবার তাই হবে!
তবুও হাজার হতাশার মধ্যে কিছুটা সান্ত্বনা যে কলকাতা মেট্রোরেল সূর্যসেনের স্মরণে বাঁশদ্রোণী মেট্রো স্টেশনটির নামকরণ করেছে 'মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশন।'ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মাস্টারদার নামে একটি করে আবাসিক হলের নামকরণ করেছে।
চট্টগ্রাম শহরে মাস্টারদা স্মরণে দৃশ্যমান কিছু নেই বললেই চলে। তাই আমাদের আহ্বান, চট্টগ্রাম শহরের কোন গুরুত্বপূর্ণ স্থান যদি অগ্নিপুরুষ মাস্টারদা সূর্য সেনের নামে হয় এবং সেখানে তাঁর বৃহৎ একটি ভাস্কর্য স্থাপন করা হয়; তবে মাস্টারদা কিছুটা হলেও আমাদের প্রতিদিনের দিনচর্যায় চলে আসতেন। আমাদের জাতীয় জীবনে তাঁর সমুদ্রের মতো ঋণ একবিন্দু হলেও হয়তো শোধ হতো।
অগ্নিপুরুষ মাস্টারদা সূর্যসেনের পূত জন্মদিনে তাঁর প্রতি রইলো অনন্ত শ্রদ্ধা এবং প্রণাম!
কুশল বরণ চক্রবর্ত্তী
মন্তব্যগুলো দেখুনমন্তব্যগুলো লুকান🙁