অনুভূতির অবিশ্বস্ত পৃথিবী
পবিত্র রায় জেলেই বন্দী থাক!
তুমি হয়ত ভুলে গেছ
এ দেশটা কার্জনদের।
এখানে অনুভূতি বড় একপাক্ষিক,
বড় একচোখা, বড় নিষ্ঠুর।
এখানে অনুভূতির নামে
বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রকে
সর্বশেষ পরীক্ষায় অংশগ্রহণের
সুযোগ না দিয়ে বন্দী করা হয়।
এখানে অনুভূতির নামে
শুক্রবারে দলবল নিয়ে
সুযোগ সন্ধানীরা হামলা করে
অসহায় সংখ্যালঘু পল্লীতে।
এখানে অনুভূতির নামে,
মুক্তিযুদ্ধের সোচ্চার কণ্ঠ;
জাফর স্যারকে
হত্যার প্রচেষ্টা করা হয়।
কোন হৃদয় প্রাণীহত্যায় ব্যথিত হয়ে
মত প্রকাশ করলে হয় জেল;
আর ভগবানকে মাতাল বললে
সে হয় অসাম্প্রদায়িক বুদ্ধিজীবী।
এই তো আমার স্বাধীনতা
সাতসমুদ্র সেঁচাধন!
আহারে!
এমন দিনগুলো দেখতে চাইনা,
তবুও উলঙ্গ, নিষ্ঠুর দিনগুলো
চোখের সামনে প্রতিদিন নিষ্ঠুর নৃত্য করে।
সে নৃত্যে তুষের আগুনের মত
পুড়ে যায় সংখ্যালঘু মনের ভূগোল;
একটু একটু করে ছাই হয়ে যায় বিশ্বাস।
চারিদিকে অকারণে অনুভূতি প্রবণ
অবিশ্বস্ত নিষ্ঠুর পৃথিবী থেকে,
মৃত্যুদণ্ডও বুঝি শান্তিময়।
সহকারী অধ্যাপক,সংস্কৃত বিভাগ,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
সভাপতি, সনাতন বিদ্যার্থী সংসদ।