বিবর্ণতার ধ্বংসস্তুপে
আদর, স্নেহ, ভালবাসার
একটা শক্তি আছে,
একটা রং আছে,
একটা প্রকাশ আছে।
উপলব্ধিতে আসে না সর্বদা,
শব্দগুলোর গভীরতা।
আমরা বিভ্রান্ত হই,
অকারণ হেলায় হারিয়ে ফেলি;
ভালবাসার কুঁড়িফুলগুলো।
প্রভাতে ফোঁটার প্রতিক্ষায়,
থেকে থেকে বেচারা ফুলগুলো
পাওয়া না পাওয়ার বেদনা নিয়ে
কুঁড়িতেই ঝড়ে পরে গাছ থেকে।
সময়ের কালচক্রযানে
অনন্ত তৃষ্ণা, অনন্ত হতাশা নিয়ে
বিবর্ণতার ধ্বংসস্তুপে,
হারিয়ে যাওয়া অমূল্যধনকেই
একদিন কাছে পেতে খুঁজে ফিরি।
সেদিন থাকে শুধুই দীর্ঘশ্বাস!
কুশল বরণ চক্রবর্ত্তী