-->

ধর্ম নির্ণয়ে বেদই একমাত্র প্রমাণ; পুরাণ এবং স্মৃতি সহায়ক মাত্র

বর্তমানে সনাতন ধর্মাবলম্বী কিছু ব্যক্তি প্রধান ধর্মগ্রন্থ বেদকে পাশ কাটিয়ে শুধু পৌরাণিক গ্রন্থ অথবা বিভিন্ন বাবাগুরুদের লেখা ছড়ার বই, গ...

শারদপ্রাতের অঞ্জলি ।

শারদপ্রাতের অঞ্জলি
"শারদপ্রাতের অঞ্জলি"
রতের শুভ্র কাশবনে
নেই শিশিরবিন্দু,
দেশ ভাসছে মহাপ্লাবনে।
এসো হে জননী, দুর্গতিনাশিনী,
দুর্গত, হতভাগ্য মানুষের জীবনে।
চিত্তের আঁধার দূর করে,
মাগো আলোর প্রদীপ জ্বালো।
তোমার আঁচলের ছায়া দিয়ে,
মাগো তৃষিত হৃদয় ভরো।
মুছে দাও, ঘুচিয়ে দাও সকল বিদ্বেষ ;
হিংসা, হানাহানী পাপ,ক্লেশ।
সন্তানের শুধু এতটুকুই চাওয়া,
এই শারদপ্রাতে ওগো শারদা;
তুমিই যেন হও এ জীবনের ধ্রুবতারা।
মন্তব্যগুলো দেখুনমন্তব্যগুলো লুকান🙁