-->

ধর্ম নির্ণয়ে বেদই একমাত্র প্রমাণ; পুরাণ এবং স্মৃতি সহায়ক মাত্র

বর্তমানে সনাতন ধর্মাবলম্বী কিছু ব্যক্তি প্রধান ধর্মগ্রন্থ বেদকে পাশ কাটিয়ে শুধু পৌরাণিক গ্রন্থ অথবা বিভিন্ন বাবাগুরুদের লেখা ছড়ার বই, গ...

কবিতা: দ্বৈতসত্ত্বার বোধোদয় ।



 দ্বৈতসত্ত্বার বোধোদয়

জীবনের উন্মত্ততায় হেরে যাচ্ছি,
নিচে আরও নিচে নামছি
অতল, সুতল রসাতলে।
সমস্ত বিশ্বাসের সত্ত্বাকে
আজ বড় অচেনা মনে হচ্ছে ।
চারিদিকে বিভৎস আনন্দের উল্লাসে,
নিজেকে আবিষ্কার করছি আস্তাকুঁড়ে।
পতিত হয়ে নিজেকে জিজ্ঞাসা করি,
কেন এমন হল?
এমন হবার তো কথা ছিল না!
না, কখনই এমন হবার তো কথা ছিল না;
হয়ত জীবনে কিছুই পাইনি, দুঃখ নেই
জীবনে অনেক ভাল হতে চেয়েছিলাম।
পেরেছি বা পারিনি কিনা ঠিক জানি না,
তবে অনেক ভাল হতে চেয়েছিলাম ।
আমার অন্তঃস্থিত সত্ত্বাটি যখন
প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছে,
তখন আমার অন্যসত্ত্বাটি হেসে উঠে বললো,
বোকা তুমি, তোমার কথায় হাসি পায়
প্রবাহমান জীবনের কতটুকুই জান তুমি?
জগতে মুখ-মুখোশে আড়ালে জড়িয়ে রয়েছে
শুধু ভ্রম, প্রমাদ এবং করণাপাটবের ফাঁদ
এ ফাঁদের বিস্তারেই জীবন ভুল করে,
দুঃখ পায়, কষ্ট পায়।
কচুপাতায় জলের মত টলমল করে,
মানুষের বোধ, বুদ্ধি এবং চিন্তা;
কখনো অভীষ্ট লক্ষ্যের দিকে যায়,
কখনও বা যেতে পারে না, আটকে থাকে।
করুণা হয় তোমার জন্যে,
জীবনের মর্ম কি জান তুমি?
চঞ্চল জীবনের অবিরাম গতিপথে,
প্রত্যেকটি সত্য এবং সুন্দর আপেক্ষিক।
স্থান, কাল পাত্রে সদা পরিবর্তিত হয়;
এত পথ পেরিয়ে আজ জানলে কথাগুলো,
সত্যি তুমি অনেক বোকা!
কুশল বরণ চক্রবর্ত্তী
মন্তব্যগুলো দেখুনমন্তব্যগুলো লুকান🙁